করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশসহ চারটি দেশের ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। একই কারণে এবার মধ্যপ্রাচ্যের অন্যতম উপসাগরীয় দেশ কুয়েতও বাংলাদেশি ফ্লাইটে নিষেধাজ্ঞা দিল। একই সঙ্গে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আসা যাত্রীবাহী ফ্লাইটগুলো প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় থাকবে দেশটিতে। তবে পণ্যবাহী কার্গো প্লেনগুলোকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে কুয়েতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, এই চারটি দেশের নাগরিকরা যদি অন্য কোনো দেশের ফ্লাইটের মাধ্যমে কুয়েতে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অন্য দেশে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সনদ সঙ্গে রাখতে হবে।
এর আগে বাংলাদেশ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসাবাসকারি কুয়েতি নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের প্রবেশে অনুমতি দিয়েছিল দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে, দেশগুলো থেকে আসা স্বাস্থ্যকর্মী ও কুয়েতি নাগরিকদের অন্য দেশে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার সনদ সঙ্গে রাখার শর্ত দেওয়া হয়েছিল।
সর্বশেষ বিবৃতিতে তা কিছুটা পরিবর্তন করে চার দেশের সব প্রবাসী শ্রমিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে।
Leave a Reply