দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে আগামী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। আজ বুধবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিসভা পরিষদ। জেলায় জেলায় গণপরিবহন চালুর কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। তবে, বন্ধই থাকবে আন্তঃজেলা গণপরিবহন।
প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের ছুটিতে সবাই নিজ নিজ কর্মস্থলে থাকবেন। এই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। কাল বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় গণপরিবহন চালু করা যাবে। এছাড়া আগের মতো ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, বিধিনিষেধ চলাকালীন দোকান ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ছে না। আগে মতোই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।
Leave a Reply