জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি জাপান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘বন্ধুত্বের পতাকা’। গান ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হলো তার সঙ্গে।
শুরুতে ‘বন্ধুত্বের পতাকা’ গানটি প্রসঙ্গে জানতে চাইলে তাহসান বলেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশের যে বহু বছরের বন্ধুত্বপর্ণ সম্পর্ক, তা দৃঢ় হোক- এই প্রত্যয় নিয়েই গানটি তৈরি করা। পাশাপাশি গানের মাধ্যমে আমরা করোনা সম্পর্কে মানুষকে সচেতন করার বার্তাও দিয়েছি। বিশ্ববাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয়েছে গানের ভিডিওতে।’
এর আগে, ‘অদৃশ্য পরজীবী’ গানেও তো করোনার বিষয়টি তুলে ধরেছিলেন। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, গত বছর লকডাউনের সময় “অদৃশ্য পরজীবী” গানটি প্রকাশ করেছিলাম। এক বছর পর আবারও এই অদৃশ্য পরজীবীর বিরুদ্ধে গাইলাম।’
ঈদে ক’টি গান প্রকাশের পরিকল্পনা আছে? তাহসান বলেন, ‘ঈদে মনে হয় না নতুন কোনো গান প্রকাশ করা হবে। ইচ্ছে ছিল আমার “সেই তুমি” গানের ভিডিও প্রকাশ করার। কিন্তু লকডাউনের কারণে শুটিং করতে পারিনি।’
আর অভিনয়? ‘এই সময়ে গান ও অভিনয় নিয়ে একদমই ভাবছি না। ঈদের যে ক’টি কাজের প্রস্তাব পেয়েছিলাম, সবগুলোই ফিরিয়ে দিয়েছি। আগে যেসব নাটক বা টেলিছবির কাজ করেছি, সেগুলোর মধ্যে থেকে যদি কোনোটা ঈদে প্রচার হয়; আর তা না হলে, ঈদের টিভি অনুষ্ঠানে আমাকে দেখা যাবে না।’
Leave a Reply