জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়শিল্পীর পাশাপাশি তিনি নৃত্য ও চিত্রশিল্পীর পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি পাচ্ছেন। ভাবনার আঁকা ছবি বিক্রি হয়েছে লাখ টাকাতেও। আর লেখক হিসেবে ইতিমধ্যেই তিনি প্রকাশ করেছেন ‘গুলনেহার’ ও ‘তারা’ নামের দুটি উপন্যাস।
তারই ধারাবাহিকতায় এবারের বইমেলায় প্রকাশ হচ্ছে তার দুটি বই। এর মধ্যে একটি উপন্যাস ও অন্যটি কবিতার। উপন্যাসটির নাম ‘গোলাপী জমিন’ ও কাব্যগ্রন্থটির নাম দিয়েছেন ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’। এর মধ্য দিয়ে প্রথম কবিতার বই প্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
আশনা হাবিব ভাবনা বলেন, ‘কবিতার বইয়ে তিন বছর আগে লেখা কিছু কবিতা আছে আবার নতুন কিছু কবিতাও আছে। আমি আমার অনুভূতিগুলো কাব্যের আশ্রয়ে লিখতে চেয়েছি। আশা করছি, পাঠকদের তা পছন্দ হবে।’
জানা গেছে, ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না’ বইটি প্রকাশ হবে পাঠক সমাবেশ থেকে। এতে থাকছে মোট ৫০টি কবিতা। আর ‘গোলাপী জমিন’ উপন্যাসটি প্রকাশ হবে তাম্রলিপির ব্যানারে। ভাবনার আগের দুই উপন্যাসের মতো এবারও তার গল্পের মূল নায়ক একজন নারী।
Leave a Reply