নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ তথ্য অনুযায়ী গত এক বছরে প্রায় ১৯ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ।
জাতীয় ভোটার দিবস ২০২১ উপলক্ষে মঙ্গলবার ইসি হালনাগাদ হওয়া ভোটার তালিকা প্রকাশ করে।
ইসির তথ্য অনুসারে, ২০২০ সালের ২ মার্চ থেকে সর্বশেষ এক বছরে মোট ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ২৫ হাজার ৭৫৫ জন, নারী ৭ লাখ ৯২ হাজার ২২০ জন।
তবে এ সময়ে মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন, যার মধ্যে পুরুষ ১০ হাজার ২৮০ জন ও নারী ৬ হাজার ২১৯ জন।
দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচ জন, নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।
২০২০ সালের ২ মার্চ মোট ভোটার ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন, নারী ভোটার ছিল ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন।
ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ পরিচয়ে প্রায় ৪৪১ হিজড়া লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত এক বছরে ভোটার বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ।
মোট ভোটারদের মধ্যে নারী ভোটার কিছুটা কমে এখন ৪৯.৪৮ শতাংশ থেকে ৪৯.৩৩ শতাংশে দাঁড়িয়েছে।
সূত্র : ইউএনবি
Leave a Reply