যুক্তরাজ্যে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আওতায় আগামী সোমবার থেকে সব ধরনের ভ্রমণ পথ বন্ধ থাকবে। তবে এর মধ্যে কেউ যদি দেশটিতে প্রবেশ করতে চায় তাহলে তাকে কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।
আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের করোনাভাইরাসের আলাদা ও অজ্ঞাত একটি ধরন শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে নতুন উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার দক্ষিণ আমেরিকা ও পর্তুগালের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ কর্তৃপক্ষ।
এর ধারাবাহিকতায় আগামী সোমবার থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন বরিস জনসন। নতুন এই নিয়ম কমপক্ষে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছেন তিনি।
নতুন নিয়ম অনুযায়ী, সোমবার থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে যদি না তাদের পাঁচদিন পর নেগেটিভ রেজাল্ট আসে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩৩ লাখেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮৭ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে শুধু গত ২৮ দিনেই মৃত্যু হয়েছে এক হাজার ২৮০ জনের।
Leave a Reply