এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে ২ হাজার ৭৯০ সেট প্রশ্নে পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষা শুরুর প্রথম দিনে সোমবার সকাল দশটায় রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি প্রশ্ন ফাঁসের গুজবে কেনো শিক্ষার্থী বা অভিভাবকদেরও কান না দেয়ারও পরামর্শ দিয়ে বলেন, যে প্রক্রিয়ায় এবারের এসএসসি পরীক্ষা নেয়া হচ্ছে তাতে প্রশ্ন ফাঁসের ন্যূনতম কোনো সুযোগও নেই।
শিক্ষামন্ত্রী আরো জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য আমরা সর্বমোট ৫ হাজার ৫ শ’ ৮০ সেট প্রশ্ন তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রথম সতর্কতা হিসেবে ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন মুদ্রণ করা হয়েছে।
মন্ত্রী এবারের পরীক্ষার অন্যান্য তথ্য তুলে ধরে বলেন, সব বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন। মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজার ৫১২টি। এর মধ্যে বিদেশে কেন্দ্র আছে ৮টি। আর বিদেশের এই ৮ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪১ জন।
এছাড়া মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৮ শ ৮৪টি। গত বছরের তুলনায় প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ২০২টি। পরীক্ষার সামগ্রিক দায়িত্ব পালন করছেন মোট এক লাখ ২০ হাজার শিক্ষক।
পরীক্ষার কেন্দ্র পরির্দশনের সময়ে শিক্ষামন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ।
Leave a Reply