একটি ইজিবাইকে করে পুরো উপজেলা ঘুরে বেড়াচ্ছেন এক ভুয়া কাজি। আর মাইকে অনবরত ঘোষণা দিয়ে যাচ্ছেন তিনি- ‘আমি এতদিন যা করেছি, অন্যায় করেছি। আমি অঙ্গীকার করছি যে ভবিষ্যতে আমি কোনো বাল্যবিয়ে পড়াব না এবং অনৈতিক কোনো কাজ করব না।’ বাল্যবিয়ের রেজিস্ট্রি করানোর শাস্তিস্বরূপ উপজেলা প্রশাসনের নির্দেশে এলাকায় এই প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতীতে দীর্ঘদিন ধরে কাজি পরিচয়ে বিয়ে পড়িয়ে আসছিলেন আবদুল বাসেদ নামে এক ব্যক্তি। বাল্যবিয়েসহ অন্যায়ভাবে অসংখ্য বিয়ে সম্পাদন করেছেন এই ভুয়া কাজি। এসব কর্মকাণ্ডের শাস্তিস্বরূপ গত সোমবার এই প্রচার শুরু করেন তিনি। উপজেলার সাতটি ইউনিয়নে পর্যায়ক্রমে একদিন করে মোট সাত দিন এ ঘোষণা প্রচার করতে হবে তাকে। বাসেদ ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, এই কাজির সরকারি কোনো নিবন্ধন ছিল না। অথচ কাজি পরিচয়ে এলাকায় তিনি অন্যায়ভাবে বিয়ে সম্পাদন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। বাল্যবিয়ে পড়ানোর দায়ে এর আগেও এক মাসের সাজাভোগ করেছেন তিনি। এরপরও তিনি অনিয়ম ও অনৈতিক কাজ করে যাচ্ছিলেন।
আবদুল বাসেদ মাইকে প্রচারের কথা স্বীকার করে বলেন, ‘আমি ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অঙ্গীকার করছি- ভবিষ্যতে আর কোনো প্রকার বাল্যবিয়ে পড়াব না ও অনৈতিক কোনো কাজ করব না।’
Leave a Reply