1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় শতাধিক কোয়ালা হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে শতাধিক কোয়ালার মৃতদেহ পাওয়া গেছে৷ ব্লুগাম গাছের একটি প্রকল্পে পরিকল্পিতভাবে এই হত্যা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির পরিবেশবাদী একটি সংগঠন৷

বার্তা সংস্থা ডিপিএ-কে ফ্রেন্ডস অব দ্য আর্থ অস্ট্রেলিয়ার গবেষক অ্যান্থনি অ্যামিস বলেন, ‘‘তারা (স্থানীয়রা) বুলডোজারে পিষ্ট কোয়ালাগুলোর সন্ধান পায়৷ আমাদের স্থানীয় সূত্র জানিয়েছে সেখানে পচা গন্ধ ছড়িয়ে পড়েছে৷ এটা একটা হত্যাকাণ্ড৷’’ দক্ষিণ-পশ্চিম ভিক্টোরিয়ার পোর্টল্যান্ডের কাছাকাছি জায়গায় ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি৷

স্থানীয় এক নারী শুক্রবার সেখানকার একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন৷ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘‘মা (কোয়ালা) আর ছানাদের হত্যা করা হয়েছে৷ অস্ট্রেলিয়ার লজ্জিত হওয়া উচিত৷’’

অ্যামিস জানান, নভেম্বর পর্যন্ত সেখানকার ব্লুগাম গাছের এই প্রকল্প মিডওয়ে নামের একটি কোম্পানির তত্ত্বাবধানে ছিল৷ এরপর স্থানীয় এক ভূমি মালিকের কাছে সেটি তারা হস্তান্তর করে৷ সেখানে অন্য গাছ নিধন করতে গিয়ে কোয়ালাদের বুলডোজারে পিষ্ট করা হয়৷ স্থানীয়রা বেশ কয়েকটি আহত কোয়ালাকে সেখান থেকে উদ্ধার করেছেন বলেও জানা গেছে৷

বিষয়টি তদন্ত করছে ভিক্টোরিয়ার পরিবেশ অধিদপ্তর৷ পরিকল্পিতভাবে কোয়ালাদের হত্যা করা হলে দায়ীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে তারা৷

এদিকে মিডওয়ে দাবি করেছে, জমি হস্তান্তরের আগ পর্যন্ত কোয়ালাদের কোনো ধরনের ক্ষতি হয়নি৷ প্রাণীগুলোর বসবাসের মত যথেষ্ট গাছও তারা রেখেছিল৷

ভিক্টোরিয়াতে নব্বইর দশক থেকে এক লাখ ৭০ হাজার হেক্টর জমিতে ব্লুগাম গাছের চাষ হয়েছে৷ যা কোয়ালাদের থাকারও অন্যতম জায়গা৷

এর আগে সাম্প্রতিক দাবানলে অস্ট্রেলিয়াতে অনেক কোয়ালা মারা গেছে, অনেক প্রাণী তাদের বাসস্থান হারিয়েছে৷
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com