মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো আসেনি। তবে জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। এর মধ্যেই ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের প্রচার শিবিরে উৎসবের প্রস্তুতি নিয়েছেন তার সমর্থকরা।
ডেলাওয়ারের উইলমিংটন থেকে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন বাইডেন। আর সেখানেই তার সমর্থকরা নিচ্ছেন উৎসবের প্রস্তুতি। যদিও ভোট গণনা শেষে চূড়ান্ত ঘোষণা পেতে আরও অপেক্ষা করতে হবে।
গতকাল শুক্রবার কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের চূড়ান্ত ফলের ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন বাইডেনের সমর্থকরা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা অনেকটা লাঘব হয়েছে। এর মধ্যে পেনসিলভানিয়ায় বিজয়ের চূড়ান্ত ঘোষণাই বাইডেনের হোয়াইট হাউজ নিশ্চিত করে দিতে পারে। এ অঙ্গরাজ্যটিতে ইলেকটোরাল কলেজের সংখ্যা ২০টি।
সিকিউরিটি ব্যারিয়ার আর বাইডেন-হ্যারিস লেখা ক্যাম্পেইন সাইন বসিয়ে ইতোমধ্যে একটি জায়গা ঘিরে ফেলেছেন সমর্থকরা। পার্কিং লটের বাইরে বহু মানুষ খবরের আশায় অপেক্ষা করছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
পতাকাসজ্জিত একটি মঞ্চ প্রস্তুত হয়ে আছে সেই ভোটের দিন থেকে। সেই মঞ্চ এখনো চূড়ান্ত লগ্নের অপেক্ষায়। ‘হবু প্রেসিডেন্টকে’ সমর্থন জানাবেন বলে মেকানিকসবার্গ থেকে ছেলেকে নিয়ে উইলমিংটনে এসেছেন ৪০ বছর বয়সী টমাস কুনিস। গত রাত তাদের গাড়িতেই কেটেছে। এর আগে কুনিস শেষবার ভোট দিয়েছিলেন ২০০০ সালে, সেবার তার সমর্থন ছিল জর্জ ডব্লিউ বুশের জন্য।
পেনসিলভানিয়ার মতো জর্জিয়াতেও ডোনাল্ড ট্রাম্পকে টপকে গেছেন বাইডেন। এগিয়ে আছেন দেড় হাজারের বেশি ভোটে। কিন্তু দুই প্রার্থীর ভোটের ব্যবধান ০.৫ শতাংশের কম হওয়ায় রাজ্যের নিয়ম অনুযায়ী সেখানে পুনঃগণনার সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার দুই রাজ্যের ভোটের ফল বাইডেনকে চূড়ান্ত বিজয়ের অনেক কাছাকাছি পৌঁছে যাওয়ার আভাস দিয়েছে। কিন্তু ট্রাম্পের প্রচারশিবিরের একজন আইনজীবী এখনই পরাজয় মেনে না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন,‘তাদের নির্বাচন এখনো শেষ হয়ে যায়নি।’
Leave a Reply