সরস্বতী পূজার উদ্বৃত্ত টাকার ভাগাভাগি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত পূজা মণ্ডপে কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটে।
ক্যাম্পাস সুত্রে জানা গেছে, পূজা সামনে রেখে ছাত্রলীগের কয়েকটি গ্রুপের নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ গঠিত হয়। বৃহস্পতিবার পূজার উদ্বৃত টাকার ভাগাভাগি নিয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব সরকারের সাথে কার্যকরী সাধারণ সম্পাদক বিজয় কুমার ও সুজন বৈষ্ণবের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে উভয়পক্ষের কয়েকজন আহত হন। এ সময় ক্যাম্পাসে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাজিব সরকার শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের এবং বিজয় কুমার ও সুজন বৈষ্ণব সহ-সম্পাদক নিউটন দাসের অনুসারী।
যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন বলেন, ঘটনাটি যারা ঘটিয়েছে তারা নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে। তবে এ বিষয়ে সহ সম্পাদক নিউটন কিছু জানেন না বলে দাবি করেন।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, এটা শাবি ছাত্রলীগের কোনো বিষয় না। বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সমস্যা। তবে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার জন্য ছাত্রলীগের নেতারা বিষয়টি মিটমাট করে দেয়।
হাতাহাতির বিষয়ে সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, ‘শুনেছিলাম তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। পরে নিজেরা মীমাংসা করে নিয়েছে।’
Leave a Reply