নারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতীয় বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া তৈরি করেছেন ‘লিপস্টিক গান’। এই অভিনব যন্ত্রটি নারীদের আত্মরক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করছেন উদ্ভাবক।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, ‘লিপস্টিক গান’ দিয়ে অতি সহজেই নারীরা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিতে পারবেন।
যেভাবে কাজ করে এই ‘লিপস্টিক গান’
বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া জানান, এই সুরক্ষা অস্ত্রটি কোনো নারীদের কাছে থাকলে এবং তিনি বিপদে পড়লে সহজে তা ব্যবহার করে বিস্ফোরণের মতো শব্দ ঘটাতে পারবেন। ওই বিকট শব্দ শুনে আক্রমণকারী ভয়ে পালিয়ে যেতে পারে অথবা আশেপাশের লোক ছুটে আসতে পারে। আর লিপস্টিক গানের মাধ্যমে চাইলেই পুলিশের জরুরি ফোন নম্বরে বিপদ সংকেত পাঠানো যাবে।
বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া নিজের এই অভিনব আবিস্কার নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি জানান, তিনি সাধারণ লিপস্টিক কভারে একটি অতিরিক্ত সকেট লাগিয়ে ‘লিপস্টিক গান’ তৈরি করেছেন। এটি ছোটোখাটো হওয়ায় যখন যেখানে খুশি নিয়ে যাওয়া সহজ। তাছাড়া এটি দেখতে একদম সাধারণ লিপস্টিকের মতো হওয়ায় কাছে থাকলে কেউ কোনো সন্দেহ করবে না।
যন্ত্রটি অস্ত্র ও লিপস্টিক হিসেবে একসঙ্গেই ব্যবহার করা যাবে। তাছাড়া এই ‘লিপস্টিক গান’ চার্জ দিয়ে ব্যবহার করা যাবে এবং ব্লু-টুথের মাধ্যমে এটি মোবাইল ফোনের সঙ্গেও যুক্ত করা যাবে।
লিপস্টিক গানের দাম
যন্ত্রটির দাম ৫০০ থেকে ৬০০ টাকার মতো। যন্ত্রটি দ্রুত বাজারে ছাড়ার কথা ভাবছেন এই উদ্ভাবক।
Leave a Reply