বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র্যাংকিংয়ে দারুণ এক সাফল্য অর্জন করেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে এখন ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ১২ জুন প্রকাশিত র্যাংকিংয়ে দলটির অবস্থান ছিল ১২৮তম।
নতুন র্যাংকিং অনুযায়ী, এত বড় অগ্রগতি আর কোনো দেশ করতে পারেনি। বাংলাদেশের উন্নতি এবারের র্যাংকিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য।
তবে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, বাংলাদেশের মেয়েরা এবার শীর্ষ ১০০-তে জায়গা করে নেবে। কিন্তু অল্পের জন্য সেই লক্ষ্য পূরণ হয়নি। একইসঙ্গে নজর ছিল এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এ অংশ নেওয়া ১২ দলের মধ্যে অন্তত কোনো একটি দলকে র্যাংকিংয়ে পেছনে ফেলতে পারে কিনা। সেটাও সম্ভব হয়নি। এখনো সেই ১২ দলের মধ্যে বাংলাদেশ র্যাংকিংয়ে সবচেয়ে পিছিয়ে।
এদিকে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে স্পেন। এক ধাপ এগিয়ে তারা প্রথম স্থানে এসেছে। আগের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। সুইডেন তিন ধাপ এগিয়ে এখন তৃতীয়, আর ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে চতুর্থ স্থানে। দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে জার্মানি। অন্যদিকে, তিন ধাপ অবনতি হয়ে নারী কোপার আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এখন সপ্তম স্থানে।
Leave a Reply