1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

ব্রিটিশ জ্যাজ গায়িকা ডেম ক্লিও লাইন আর নেই

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ব্রিটিশ জ্যাজ গায়িকা ও অভিনয় শিল্পী ডেম ক্লিও লাইন ৯৭ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ছিলেন প্রথম ব্রিটিশ গায়িকা যিনি জ্যাজ বিভাগে গ্র্যামি পুরষ্কার জিতেছিলেন। তিনি রে চার্লস এবং ফ্রাঙ্ক সিনাত্রা সহ অসংখ্য বিখ্যাত শিল্পীদের সঙ্গে পরিবেশনা করেছিলেন।

তবে, তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার স্বামী, প্রয়াত সঙ্গীতশিল্পী এবং সুরকার জন ড্যাঙ্কওয়ার্থ, যার সঙ্গে তিনি ১৯৫০-এর দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন।

তারা বাকিংহামশায়ারে স্টেবলস আর্টস সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, অন্যতম প্রতিষ্ঠাতা এবং আজীবন সভাপতি ডেম ক্লিও লাইনের মৃত্যুতে তারা অত্যন্ত শোকাহত।

স্টেবলস দাতব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডেভিড মেডোক্রফ্ট বলেন, ‘ডেম ক্লিও একজন অসাধারণ অভিনয়শিল্পী ছিলেন। যাকে সারা বিশ্বের দর্শকরা ভালোবাসতেন। তরুণদের সঙ্গীত শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য তার যে প্রতিশ্রুতি, তা দ্য স্টেবলসের কাজের মাধ্যমে অব্যাহত থাকবে।’

প্রধান নির্বাহী ও পরিচালক মনিকা ফার্গুসন বলেন, ‘ডেম ক্লিও ভক্ত, অন্যান্য সঙ্গীতশিল্পী এবং দ্য স্টেবলস কর্মী ও স্বেচ্ছাসেবকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন। আমরা তার অভাব অনেক বেশি অনুভব করবো। তিনি তার অনন্য প্রতিভার মাধ্যমে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।’

এখানে উল্লেখ্য যে, ২০১০ সালের ফেব্রুয়ারিতে, দ্য স্টেবলসের ৪০ বছর উদযাপনের জন্য ডেম ক্লিও দম্পতির একটি কনসার্ট আয়োজন করা হয়। কিন্তু তা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে, জন ড্যাঙ্কওয়ার্থ মারা যান।

পরে ডেম ক্লিও এবং পরিবারের অন্যান্য সদস্যরা কনসার্টটি চালিয়ে যান। অনুষ্ঠানের শেষে দর্শকদের কাছে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com