লিওনেল মেসি জোড়া গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। তেলাসকো জোড়া গোল করেন—এই জোড়া জোড়া পারফরম্যান্সে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।
শনিবার রাতে হওয়া ম্যাচে মেসি নিজের শেষ সাত ম্যাচে ষষ্ঠবারের মতো একাধিক গোল করলেন। শুধু দলের গত ম্যাচেই গোল পাননি। দলও হেরেছিল।
এই ম্যাচের পর মেজর লিগ সকারে (এমএলএস) দুই বছরের মধ্যে অন্তত ৩৫ গোল ও ২৫ অ্যাসিস্ট করা পঞ্চম খেলোয়াড় হিসেবে নাম লেখালেন মেসি। এর আগে এই কীর্তি গড়েছেন রব্বি কিন (২০১৩-১৪), সেবাস্টিয়ান জিওভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩-২৪)।
ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে লিড নেয় ইন্টার মায়ামি। ২৪তম মিনিটে মেসির দারুণ এক পাস থেকে জর্দি আলবা গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। এরপর মেসির দুর্দান্ত এক উঁচু পাস পেয়ে গোল করেন সেগোভিয়া, যা ছিল তার প্রথম গোল। তেলাসকো প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করেছেন।
বিরতির পর ৬০তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলে একক প্রচেষ্টায় গোল করেন মেসি। পরে ৭৫তম মিনিটে লুইস সুয়ারেজের পাস বুক দিয়ে নিয়ন্ত্রণ করে বাঁ পায়ে জোড়ালো শটে নিজের দ্বিতীয় ও মৌসুমের ১৮তম গোল করেন তিনি।
এই জয়ে ইন্টার মায়ামির মৌসুমের রেকর্ড দাঁড়াল ১২ জয়, ৪ ড্র ও ৫ হার। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে শেষ তিন ম্যাচে দাপট দেখাল মায়ামি—২০২৪ সালের ৩ মে ৬-২ এবং ২০২৫ সালের ৩ মে ৪-১ ব্যবধানে জয়ের পর এবার ৫-১।
নিউইয়র্ক (৯ জয়, ৯ ড্র, ৬ হার) এই মৌসুমে নিজেদের মাঠে মাত্র দ্বিতীয়বারের মতো হেরেছে। এর আগে ঘরের মাঠে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দ্বিতীয় সেরা সূচনা করেছিল তারা (৮ জয়, ২ ড্র)।
এটি ছিল চলতি মৌসুমে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সবচেয়ে বেশি গোল হজম করার ম্যাচ।
Leave a Reply