বাবা আজাদ হোসেনকে খুঁজে পাচ্ছেন না জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। গতকাল শুক্রবার বিকেলের পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। তথ্যটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক মাধ্যমেও এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হসপিটালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সাথে যোগাযোগ করবেন। গতকাল (শুক্রবার) বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল ফোন সাথে নেয়নি।’
অভিনেত্রী জানান, তার বাবা ডায়াবেটিস ও প্রেশারের রোগী। কিন্তু কোনো মানসিক সমস্যা নেই। গতকাল আজাদ হোসেন যখন বাসা থেকে বের হয়েছিলেন, তখন তার পরনে ছিল লুঙ্গি ও সবুজ রঙের পাঞ্জাবি।
প্রসূন আজাদ বলেন, ‘আম্মু ভেবেছে এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই ফিরবে। গতকাল বিকেল ৪টায় বের হয়েছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। আম্মু ভোরবেলা পর্যন্ত রাস্তায় রাস্তায় খুঁজে ক্লান্ত।’
তিনি জানান, নিখোঁজ বাবার সন্ধান পেতে ইতিমধ্যেই তারা থানার দ্বারস্থ হয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে অভিনয় জগতে পা রাখেন প্রসূন আজাদ। অভিনয় করেছেন ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও। বর্তমানে অবশ্য অভিনয়ের চেয়ে ঘর-সংসার নিয়েই বেশি ব্যস্ত তিনি।
Leave a Reply