ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ (৫০) নামে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির।
গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় রয়েল পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছেন আরও ১০ জন কর্মী।
সফরসঙ্গী সূত্রে জানা যায়, শনিবার জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সম্মেলন ঢাকার সোহরাওয়ার্দীতে যোগদানের উদ্দেশে উপজেলা আমির নিহত আবু সাঈদের নেতৃত্বে খুলনার দাকোপ উপজেলা থেকে চারটি বাসে নেতাকর্মীরা রওনা হন। যাত্রাপথে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে হাইওয়ে থানার সামনে সবকটি বাস পার্কিং করে বিরতি নেন। এ সময় সঙ্গীদের অনেকেই বাস থেকে নেমে দোকানে চা খেতে যান।
তবে আমিরসহ সাত থেকে আটজন বাসের সামনেই দাঁড়িয়ে থাকেন। হঠাৎ খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছনের তিন নম্বর বাসকে ধাক্কা দিলে একে একে তিনটি বাসে ধাক্কা খায়। তখন ১নং বাসের সামনে দাঁড়িয়ে থাকা আমির মাওলানা আবু সাঈদ পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় দাঁড়িয়ে থাকা সাত-আটজনসহ বাসের ভেতর থাকা কয়েকজন আহত হন। তাদের মধ্যে সাতজন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সফরসঙ্গী দাকোপ পৌর জামায়াত ইসলামীর আমির আবুল হাসান বলেন, ‘পেছন থেকে বাসের ধাক্কায় আমাদের আমির আবু সাঈদ পড়ে গিয়ে নিহত হয়েছেন।তখন আরও তিনজন আনিসুর রহমান, কামাল শেখ ও আচমত শেখ গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।’
খুলনা দাকোপ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় জামায়াত ইসলামীর আমির সম্মেলনে যাওয়ার পথে ভাঙ্গায় নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহতের খবর শুনেছি। উপজেলা আমির আবু সাঈদ সাহেব স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক পদে চাকরি করেন।’
Leave a Reply